Responsive Ads - 2

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী - 2025

আপনি কি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাইছেন? তাহলে আপনি সঠিক পোস্টে এসেছেন। এখানে আমি আপনাদের সাথে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবো।

আপনারা অনেকে Sealdah to Krishnanagar Train Time জানার জন্য গুগোলে গিয়ে সার্চ করেন। তাই আপনাদের সকলের ট্রেন যাত্রার সুবিধার জন্য এখানে Sealdah to Krishnanagar Train Time দেওয়া হল।

Read More - শিয়ালদা টু বনগাঁ লোকাল ট্রেন টাইম | শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেনের সময়


শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী - (Sealdah to Krishnanagar Train Time)

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা সহজেই এই রুটে ট্রেনে চলাচল করতে পারবেন। এবং এখনকার টাইমে অর্থাৎ ২০২৪ সালে, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য যে ট্রেনগুলি রয়েছে তাদের সময়সূচী এখানে দেওয়া হল।  দেখে নিন,

Sealdah to Krishnanagar Train Time

  • প্রথম ট্রেনটি, রাত - ৩ টে ২০ মিনিটে।
  • ভোর - ৩ টে ৪৫ মিনিটে।
  • ভোর - ৫ টা ৩৭ মিনিটে। - (এই ট্রেনটি রবিবার বাদে সব দিন চলে।)
  • সকাল - ৬ টা ১০ মিনিটে। 
  • সকাল - ৬ টা ৫৫ মিনিটে।
  • সকাল - ৭ টা ৫৩ মিনিটে। 
  • সকাল - ৯ টা ৩৫ মিনিটে। 
  • সকাল - ১০ টা ২৮ মিনিটে। 
  • সকাল - ১০ টা ৫২ মিনিটে।
  • দুপুর - ১২ টা ৫ মিনিটে।
  • দুপুর - ১২ টা ৪০ মিনিটে। 
  • দুপুর - ১ টা ১৫ মিনিটে। 
  • দুপুর - ৩ টে ২৫ মিনিটে। 
  • বিকেল - ৪ টে ১৬ মিনিটে।  
  • বিকেল - ৪ টে ৪০ মিনিটে। 
  • বিকেল - ৫ টা ৫ মিনিটে। - (মাতৃভূমি ladies special) এই ট্রেনটি রবিবার চলে না।
  • সন্ধ্যা - ৫ টা ৩৪ মিনিটে। 
  • সন্ধ্যা - ৬ টা ২০ মিনিটে। - (ভাগীরথী এক্সপ্রেস)
  • সন্ধ্যা - ৬ টা ৪৩ মিনিটে।
  • রাত - ৭ টা ২০ মিনিটে। 
  • রাত - ৭ টা ৩৫ মিনিটে। 
  • রাত - ৮ টা ২০ মিনিটে। 
  • রাত - ৯ টার সময়। 
  • রাত - ১১ টা ৩০ মিনিটে।  ( এটাই শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার লাস্ট ট্রেন)


শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য যতগুলি ট্রেন আছে সবকটির সময়সূচী উপরে আপনাদের সাথে শেয়ার করা হল। 

তবে -- ট্রেনের টাইম সব সময় এক থাকে না। বিভিন্ন টেকনিক্যাল সমস্যা বা ওয়েদার খারাপ থাকার কারণে ট্রেনের টাইমের পরিবর্তন হতে পারে। তাই রিসেন্ট টাইমের ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখতে রেলওয়ের অ্যাপ ফলো করুন। এবং উপরে শেয়ার করা ট্রেন টাইম গুলি Where is my Train - এই মোবাইল অ্যাপ থেকে নেওয়া হয়েছে। আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।


শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনের তালিকা

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনে যেতে গেলে যে সমস্ত স্টেশন পরবে তাদের নাম এখানে পর পর শেয়ার করা হল। 

শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সব স্টেশনের নাম -- Sealdah to Krishnanagar Station Name

  1. শিয়ালদহ 
  2. বিধান নগর রোড 
  3. দমদম জংশন 
  4. বেলঘড়িয়া
  5. আগরপাড়া 
  6. সোদপুর
  7. খড়দহ
  8. টিটাগড় 
  9. ব্যারাকপুর 
  10. পলতা 
  11. ইছাপুর
  12. শ্যামনগর 
  13. জগদ্দল
  14. কাঁকিনাড়া 
  15. নৈহাটি জংশন 
  16. হালিসহর
  17. কাঁচরাপাড়া
  18. কল্যাণী
  19. মদনপুর
  20. শিমুরালি 
  21. পালপাড়া 
  22. চাকদহ 
  23. পায়রাডাঙ্গা 
  24. রানাঘাট জংশন
  25. কালীনারায়নপুর জংশন
  26. বীরনগর 
  27. তাহেরপুর
  28. বাদকুল্লা
  29. জালালখালি 
  30. কৃষ্ণনগর সিটি জংশন
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনে যেতে এই ৩০ টি স্টেশন পড়বে। যার নাম পর পর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই নাম গুলি আপনাদের এই পথে ট্রেনে যাত্রার সময় কিছুটা হলেও কাজে আসবে। 

উপসংহার:

আজকের এই Blog পোস্টে,  আপনাদের সাথে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী? সম্পর্কে সকল তথ্য শেয়ার করা হল।  এছাড়াও, আপনি যদি  অন্য কোন ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3