Responsive Ads - 2

নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় | Namkhana to Sealdah Train Time - 2024

নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় - নামখানা ও শিয়ালদহ এই দুটি অঞ্চলের মধ্যে চলাফেরা করার জন্য অধিকাংশ লোকজন ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পছন্দ করে থাকে। এবং ট্রেন অন্য পরিবহনের তুলনায় অনেক সুবিধা জনক এবং কম খরচে যাতায়াত করার জন্য খুবই জনপ্রিয় মাধ্যম।

আরও পড়ুন - শিয়ালদহ থেকে নামখানা ট্রেনের সময়?

এবং আপনারা অনেকে গুগলে গিয়ে শিয়ালদহ থেকে নামখানা ট্রেনের সময়? এটা লিখে সার্চ করে থাকেন। তাই আজকের এই পোস্টে আপনাদের সুবিধার জন্য নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় রিলেটেড সকল ইনফরমেশন শেয়ার করব।


এই ব্লগ পোস্টটি কাদের পড়া উচিত -
  • যারা Namkhana To Sealdah Train Time জানতে চাইছেন?
  • যারা নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় ও স্টেশনের নাম জানতে চাইছেন?
  • অথবা যারা এই রুটে ফাস্ট টাইম ট্রাভেল করছেন?

নামখানা ও শিয়ালদহ দুটো স্টেশনই পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। নামখানা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি স্টেশন। এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। এবং শিয়ালদহ হচ্ছে কলকাতা জেলার একটি স্টেশন। ও কলকাতা জেলা পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা। এবং কলকাতার শিয়ালদহ স্টেশন হচ্ছে ভারতের দ্বিতীয় বিগেস্ট (Biggest) রেলওয়ে স্টেশন। 

নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময়

ট্রেনের টিকিট মূল্য

নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের টিকিটের মূল্য মাত্র ২৫ টাকা। এবং মনে করে ট্রেনে উঠার আগে টিকিট কাউন্টার থেকে ট্রেনের টিকিট কেটে নেবেন।

ট্রেনে নামখানা থেকে শিয়ালদহ দূরত্ব

ট্রেনের মাধ্যমে নামখানা থেকে শিয়ালদহ যেতে মোট দূরত্ব প্রায় ১০৮ কিলোমিটার। এবং যা মাইলের হিসাবে ৬৭.১ মাইল।

আরও পড়ুন - বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেনের সময়?


ট্রেনে নামখানা থেকে শিয়ালদহ যেতে সময়

ট্রেনের মাধ্যমে নামখানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত যেতে আপনার সময় লাগবে কম বেশি ২ ঘন্টা ৫০ মিনিট। এবং এই সময়টায় আপনি জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলি দেখতে পারেন অথবা আপনার পছন্দের কোন মুভি বা ভিডিও মোবাইলে চালিয়ে দেখতে পারেন।

এই ছিল নামখানা থেকে শিয়ালদহ রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন যা আপনার জানা দরকার ছিল।


নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় - Namkhana to Sealdah Train Time

নামখানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সরাসরি যে ট্রেন গুলি চলাচল করছে। তাদের নাম ও ছাড়ার সময় নিচে উল্লেখ করা হল। তাই দেরি না করে এক নজরে দেখে নিন, নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় -

Namkhana - Sealdah Train Time

  • নামখানা থেকে ভোর 4:12 AM ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল 6:50 AM এর দিকে। (Namkhana - Sealdah Galloping Local)
  • নামখানা থেকে বিকেল 4:38 PM ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে রাত 7:18 PM  এর দিকে (Namkhana - Sealdah  Local)

হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ  থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে নামখানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সরাসরি এই দুটি ট্রেন নিয়মিত চলাচল করছে। এবং আপনাদের সাথে শেয়ার করা ট্রেনের টাইম গুলি "হোয়ার ইজ মাই ট্রেন" (where is my train) এই মোবাইল অ্যাপ থেকে নেওয়া হয়েছে।

আপনারা প্রত্যেকেই জানেন যে ট্রেনের টাইম দেখার জন্য এই অ্যাপটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ (Apps)। -এবং আপনারা চাইলে এই মোবাইল অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা ট্রেনের টাইম ও লাইব স্ট্যাটাস (Live Status) সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।

এছারাও - নামখানা ট্রেনে যাওয়ার জন্য আরও ট্রেন রয়েছে তার জন্য আপনাদের আগে শিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর যেতে হবে। এবং লক্ষীকান্তপুর থেকে অনেক ট্রেন আছে যেগুলি নামখানা পর্যন্ত চলাচল করে।


নামখানা থেকে শিয়ালদহ স্টেশনের নাম - Namkhana To Sealdah  Station Name

নামখানা থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত যেতে টোটাল 34 টি স্টেশনে ট্রেনটি থামবে। এবং স্টেশনের নাম গুলি নিচে দেওয়া হলঃ

  1. Namkhana - নামখানা
  2. Ukiler Halt - উকিলের হাট
  3. Kakdwip - কাকদ্বীপ
  4. Kashinagar Halt - কাশীনগর হল্ট
  5. Nishchindrapur - নিশ্চিন্তপুর
  6. Nishchindrapur Market halt - নিশ্চিন্তপুর মার্কেট হল্ট
  7. Karanjali - করঞ্জলি
  8. Kulpi flag - কুলপী
  9. Udairampur - উদয়রামপুর
  10. Laxmikantapur - লক্ষীকান্তপুর
  11. Madhabpur - মাধবপুর
  12. Mathurapur Road - মথুরাপুর রোড
  13. Jayanagar Majlipur - জয়নগর মজলিপুর
  14. Baharu - বহরু
  15. Dakshin Barasat - দক্ষিণ বারাসাত
  16. Hogla - হোগলা
  17. Gocharan - গোচরণ
  18. Surjyapur - সূর্যপুর
  19. Dhapdhapi - ধপধপি
  20. Krishnamohan Halt - কৃষ্ণমোহন হল্ট
  21. Shasan Road - শাসন রোড
  22. Baruipur Junction - বারুইপুর জংশন
  23. Mallikpur - মল্লিকপুর
  24. Subhas Gram - সুভাষ গ্রাম
  25. Sonarpur Junction - সোনারপুর জংশন
  26. Narendrapur Halt - নরেন্দ্রপুর হল্ট
  27. Garia - গড়িয়া
  28. New Garia - নিউ গড়িয়া
  29. Baghajatin - বাঘা যতীন
  30. Jadabpur - যাদবপুর
  31. Dhakuriya - ঢাকুরিয়া
  32. Ballygunge Juncation - বালিগঞ্জ জংশন
  33. Park Circus - পার্ক সার্কাস
  34. Sealdah - শিয়ালদহ

নামখানা থেকে শিয়ালদহ এই ট্রেন ভ্রমণে যে স্টেশন গুলি পড়বে তাদের নাম আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হল। আশা করি এই স্টেশনের নামগুলি এই রুটে ভ্রমণ করার সময় আপনার অনেকটা কাজে আসবে। এবং স্টেশনের নামগুলি আগে থেকে জানা থাকলে ট্রেন থেকে নামার সময় অনেকটা সুবিধা হয়।

উপসংহারঃ

আজকের এই পোষ্টে আমি আপনাদের সাথে নামখানা থেকে শিয়ালদহ ট্রেনের সময় সম্পর্কে সকল ইনফরমেশন শেয়ার করলাম। এছাড়াও আপনি যদি অন্য কোন ট্রেনের সময় সম্পর্কে ব্লগ পোস্ট চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এবং প্রতিদিন নতুন কিছু জানার জন্য আমাদের ব্লগ ওয়েবসাইট - Poraojana.com ফলো করুন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3