গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন? - [2024]

আজকের এই পোস্টে গ্রাফিক্স ডিজাইন কি? এবং গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন? এই সম্পর্কে সকল ইনফরমেশন শেয়ার করা হবে।  বর্তমান সময়ে সবথেকে চাহিদা সম্পন্ন স্কিল (Skill) গুলির মধ্যে একটি হল এই গ্রাফিক ডিজাইন।  যার মাধ্যমে অনেক লোকেরা অনলাইন থেকে আয় করছে। চলুন এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাক।

গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন?


গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক ডিজাইন হল একটি স্কিল বা দক্ষতা।  যেখানে আপনাকে বিভিন্ন রকমের ছবি ও নকশা বা ডিজাইনের কাজ গুলি করতে হতে পারে।  গ্রাফিক ডিজাইন - এই শব্দটির সাথে আপনারা হয়তো সবাই পরিচিত। বর্তমান ২০২৪ সালে সব থেকে চাহিদা সম্পন্ন স্কিল (Skill) গুলির মধ্যে একটি হল এই গ্রাফিক ডিজাইন। এবং ডিজিটাল এক্সপার্টদের ধারণা অনুযায়ী ভবিষ্যতেও এই স্কিল বা দক্ষতার চাহিদা আরো বাড়বে।

বাংলাদেশ, ভারত ও বিশ্বের অনেক দেশ গ্রাফিক ডিজাইন কে অনলাইনে রোজগারের পথ হিসাবে বেছে নিয়েছেন। এবং আপনি যদি গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট হতে পারেন তাহলে  ফ্রিল্যান্সিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।


গ্রাফিক্স ডিজাইন এর কাজ গুলো কি কি?

> লোগো ডিজাইন।

> ইউটিউব থাম্বনেইল ডিজাইন।

> ওয়েবসাইট ডিজাইন করা।

> সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি।

> বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি।

> বুক, ক্যালেন্ডার, ম্যাগাজিন এবং অনুষ্ঠানের কার্ড ডিজাইন করা।

> এছারাও - টি-শার্ট বানানো, অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইন করা, বিভিন্ন কোম্পানির এড তৈরি করা ইত্যাদি আরও অনেক। তবে বলতে গেলে ডিজাইন সংক্রান্ত যত কাজ আছে তা সবই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে।

গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়ের উপায়?

গ্রাফিক ডিজাইন থেকে অনলাইনে আয় করার জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনের সব শিখতে হবে না আপনি যদি উপরে উল্লেখ করা যেকোনো একটি বিষয়ে এক্সপার্ট হতে পারেন তাহলে আপনারা অনলাইনে আয় করতে পারবেন। ধরুন আপনি খুব ভালো লোগো (Logo) ডিজাইন করতে পারেন। তাহলে আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে কাজ পেতে পারেন। তবে মনে রাখবেন উপরের কাজ গুলিতে আপনি ভালো মানের দক্ষতা অর্জন করতে পারলে। সহজেই বিভিন্ন ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ পেতে পারেন।

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার?

গ্রাফিক্স ডিজাইন করার জন্য বর্তমান সময়ে অনেক সফটওয়্যার রয়েছে তার মধ্যে থেকে কিছু সফটওয়্যারের নাম নিচে দেওয়া হল

> অ্যাডোবি ফটোশপ - Adobe Photoshop
অ্যাডোবি ইন ডিজাইন - illustrator
> অ্যাডোবি ইলাস্ট্রেটর - InDesign - ইত্যাদি।

এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেমন, Pixlr, Canva ইত্যাদি এগুলি আপনার গ্রাফিক ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন কাজে আসতে পারে।

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখবেন?

অনেকে প্রশ্ন করেন যে গ্রাফিক ডিজাইন কিভাবে শিখব, দেখুন বর্তমান সময়ে যেকোনো কিছু শেখার জন্য ফ্রি এবং পেইড দুটো মাধ্যমই রয়েছে। যদি আপনি ফ্রিতে শিখতে চান তাহলে সব থেকে সেরা মাধ্যম হলো ইউটিউব যেখান থেকে আপনারা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারবেন।

এবং আপনি যদি টাকা খরচ করে শিখতে চান তাহলে ইউডেমি (Udemy) এবং অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স ক্রয় করে শিখতে পারবেন।


গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে?

গ্রাফিক ডিজাইন শিখতে আপনার ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে আপনি যদি এই ফিল্ডে এক্সপার্ট হতে চান তাহলে আপনার আরো অনেক সময় লাগবে। এবং দুই থেকে তিন মাস সময়ে আপনি শুধু গ্রাফিক ডিজাইনের বেসিক নলেজ সম্পর্কে জানতে পারবেন। কিন্তু একজন ভালো ডিজাইনার হতে গেলে আপনাকে নিজে কাজ করে এক্সপার্ট হতে হবে।

উপসংহার

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন এই সম্পর্কে সকল তথ্য শেয়ার করলাম। এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আর সময় নষ্ট না করে আজ থেকেই শেখা শুরু করে দিন।

Post a Comment

0 Comments