কত গ্রামে এক ভরি > 1 ভরি সোনা কত গ্রাম > সোনার দাম কত আজকে 2024
কত গ্রামে এক ভরি? আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে এই পোস্ট টি পড়ুন। এখান থেকে আপনারা কত গ্রামে এক ভরি? বা 1 ভরি সোনা কত গ্রাম? এই সব বিষয়ে জানতে পারবেন।
Read More - এক ইঞ্চি বললে সেটা কত সেন্টিমিটার বোঝাবে?
এছারাও আপনারা অনেকে সোনার দাম কত আজকে 2024 এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। তাই আপনাদের জন্য এই প্রশ্নেরও উত্তর শেয়ার করা হবে। তাই সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
কত গ্রামে এক ভরি - 1 ভরি সোনা কত গ্রাম
কত গ্রামে এক ভরি? এর সঠিক উত্তর হল - 11.664 গ্রাম। 1 ভরি সোনা 11.664 গ্রাম। অর্থাৎ 1 ভরি সোনা সমান 11.664 গ্রাম। আশাকরি আপনার এবার থেকে মনে থাকবে যে কত গ্রামে এক ভরি হয়।
পাশাপাশি,
- 16 আনায় 1 ভরি হয়।
- 6 রতিতে 1 আনা হয়।
- 96 রতিতে ১ ভরি হয়।
সোনার দাম কত আজকে 2024
আজকে 2024 সালের 17 জানুয়ারি অনুযায়ী কলকাতা বাজারের সোনার দাম তুলে ধরা হল
- 10 গ্রাম সোনার দাম - 60,250 টাকা। (22 ক্যারেট) অর্থাৎ 1 গ্রামের দাম 6025 টাকা।
- 10 গ্রাম সোনার দাম - 63,100 টাকা। (24 ক্যারেট) অর্থাৎ 1 গ্রামের দাম 6310 টাকা।
তবে মনে রাখবেন - সোনার দাম সব সময় এক রকম থাকে না ওঠানামা করে। তাই একদম বর্তমান সময়ের সোনার দাম জানার জন্য গুগল এর সাহায্য নিতে পারেন।
এছারাও সোনা বা গোল্ড ক্রয় করার সময় জিএসটি GST সহ বিভিন্ন - চার্জ সঙ্গে নিয়ে সোনার দাম করা হয়ে থাকে।
আজকের এই পোস্টে কত গ্রামে এক ভরি? ও সোনার দাম কত তা নিয়ে তথ্য শেয়ার করা হল। আপনি যদি অন্য কোন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানতে পারেন। #Gold Info