Sealdah to Krishnanagar Station List? - 2024
sealdah to krishnanagar station list জানতে চাইছেন? তাহলে আজকের এই ব্লগ পোস্টটি পড়ুন। এখানে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনে যেতে যে স্টেশন গুলি পড়বে তাদের নাম এখানে শেয়ার করা হবে।
আরও পড়ুন -
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এই লাইনে অনেক যাত্রীরা ট্রেনের মাধ্যমে চলাচল করেন। এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার জন্য, আপনাকে বার-বার ট্রেন পাল্টাতে হবে না। আপনারা এক ট্রেনেই সহজে পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর স্টেশনে।
Sealdah to Krishnanagar Station List - (শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশন লিস্ট)
- শিয়ালদহ - SEALDAH
- বিধান নগর রোড - BIDHAN NAGAR ROAD
- দমদম জংশন - Dum Dum Junction
- বেলঘড়িয়া - Belgharia
- আগরপাড়া - Agarpara
- সোদপুর - Sodpur
- খড়দহ - Khardaha
- টিটাগড় - Titagarh
- ব্যারাকপুর - Barrackpore
- পলতা - Palta
- ইছাপুর - Ichhapur
- শ্যামনগর - Shyamnagar
- জগদ্দল - Jagaddal
- কাঁকিনাড়া - (Kankinara
- নৈহাটি জংশন - Naihati Junction
- হালিসহর - Halisahar
- কাঁচরাপাড়া - Kanchrapara
- কল্যাণী - Kalyani
- মদনপুর - Madanpur
- শিমুরালি - Simurali
- পালপাড়া - Palpara
- চাকদহ - Chakdaha
- পায়রাডাঙ্গা - Payradanga
- রানাঘাট জংশন - Ranaghat Junction
- কালীনারায়নপুর জংশন. - Kalinarayanpur Junction
- বীরনগর - Birnagar
- তাহেরপুর - Taherpur
- বাদকুল্লা - Badkulla
- জালালখালি হল্ট - Jalal Khali Halt
- কৃষ্ণনগর সিটি জংশন - Krishnanagar City Junction
Sealdah থেকে Krishnanagar Station পর্যন্ত লোকাল ট্রেনে যেতে, উপরের দেওয়া এই 30 টি স্টেশনে ট্রেনটি থামবে।
Sealdah to Krishnanagar Station রিলেটেড FAQs.
Q. শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে কয়টি স্টেশন আছে?> শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে মোট ৩০ টি স্টেশন আছে।
Q. শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রেলপথে দূরত্ব?
> শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনের মধ্যে রেলপথে দূরত্ব প্রায় ৯৯ কিলোমিটার।
শেষ কথা
> শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ট্রেন জার্নির পথে যে সমস্ত স্টেশন গুলি পড়বে তাদের নাম আপনাদের সাথে লিস্ট আকারে শেয়ার করা হলো। আশা করি - এই স্টেশনের নাম গুলি আপনাদের এই রুটে ট্রেনে ভ্রমণ করার সময় কিছুটা হলেও কাজে আসবে। বিশেষ করে আপনি যদি এই রুটে ফাস্ট টাইম ট্রাভেল করেন। অথবা আপনার যদি আগে থেকে স্টেশনের নামগুলি না জানা থাকে।
(এছারাও আপনি যদি অন্য কোন স্টেশনের লিস্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের জানাতে পারেন। )