Responsive Ads - 2

কত ফুটে এক গজ | ১ গজ কত ফুট | ১ গজ সমান কত ইঞ্চি - জেনে নিন

আপনি কি কত ফুটে এক গজ বা এক গজ সমান কত ফুট এই প্রশ্নের উত্তর জানতে চান? তাহলে আপনি সঠিক পোস্টে এসেছেন। এখানে আমরা গজ সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো। এখানে যে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে -

> কত ফুটে এক গজ বা ১ গজ কত ফুট?
> ১ গজ সমান কত ইঞ্চি?
> কত ফুটে এক গজ?
> ১ মিটার সমান কত গজ?

এখান থেকে আপনারা গজ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে পারবেন।


কত ফুটে এক গজ

কত ফুটে এক গজ - (১ গজ কত ফুট)

কত ফুটে এক গজ? এই প্রশ্নের সঠিক উত্তর হল - ৩ ফুট-এ এক গজ। অর্থাৎ ১ গজ সমান ৩ ফুট।

আশা করি এখান থেকে আপনারা সবাই এক গজ সমান কত ফুট হয় এই বিষয়ে জানতে পারলেন। তবে আপনার যদি এই বিষয়ে অন্য কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন।

১ গজ সমান কত ইঞ্চি

এক গজ সমান কত ইঞ্চি? এই প্রশ্নের সঠিক উত্তর হল - এক গজ সমান ৩৬ ইঞ্চি। অথাবা আপনি বলতে পারেন যে ৩৬ ইঞ্চিতে এক গজ।

গজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:


Q1. ১ ফুট সমান কত গজ?
Ans - যেহুতু ৩ ফুট সমান এক গজ হয়ে থাকে। তাই ১ ফুট সমান ০.৩৩৩৩৩৩ গজ।

Q2. ১ মিটার সমান কত গজ?
Ans -১ মিটার সমান কত গজ ১.০৯৩৬১ গজ।

Q3. এক গজ কত ফুট?
Ans - এক গজ সমান ৩ ফুট হয়ে থাকে।

Q4. ১ গজ কত হাত?
Ans - ১ গজ কত হাত? বা কত হাতে এক গজ এই প্রশ্নের সঠিক উত্তর হল - ১ গজ সমান ২ হাত।

Q5. ১ গজ = কত মিটার?
Ans - ১ গজ = সমান ০.৯১৪৪ মিটার। হয়ে থাকে।



উপরে আপনাদের সাথে গজ রিলেটেড প্রশ্নের উত্তর শেয়ার করা হয়েছে। আশাকরি এখান থেকে আপনারা সবাই কত ফুটে এক গজ হয় ও ১ গজ সমান কত ইঞ্চি এই সমস্ত সকল প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে পারলেন। তবে আপনার যদি এই বিষয়ে অন্য কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3