সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত
সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত? উত্তর - সৌদি আরবে হিন্দু জনসংখ্যা হল - প্রায় ৪৫১,৩৪৭ জন।অর্থাৎ সৌদি আরবের হিন্দু জনসংখ্যা হল প্রায় ৪,৫১,৩৪৭ জন। বা বলা চলে (৪ লক্ষ ৫১ হাজারের থেকে একটু বেশি)। এবং সৌদি আরবের তৃতীয় বৃহত্তম ধর্ম হল হিন্দু ধর্ম।
তবে এখানে উল্লেখ করা তথ্যটি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এবং এখানে ২০২০ সালের তথ্য অনুসারে সৌদি আরবে হিন্দু জনসংখ্যা শেয়ার করা হয়েছে। এবং সৌদি আরবের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবের জনসংখ্যা কত
সৌদি আরবের জনসংখ্যা কত? বা সৌদি আরবের মোট জনসংখ্যা কত? এই প্রশ্নের উত্তর নিচে দেওয়া হয়েছে। দেখে নিন -সৌদি আরবের জনসংখ্যা প্রায় - 3.64 কোটি। (2022 সালের তথ্য অনুযায়ী)।
এবং এখানে উল্লেখ করা তথ্যটি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে।
0 Comments