Header Ads

কিয়ামুল লাইল নামাজের নিয়ত | কিয়ামুল লাইল নামাজের নিয়ত জেনে নিন

কিয়ামুল লাইল নামাজের নিয়ত করার জন্য আপনি নিম্নলিখিতভাবে নিয়ত করতে পারেন:

কিয়ামুল লাইল নামাজের নিয়ত

🔹 নিয়ত (বাংলায়):
"আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত কিয়ামুল লাইল নামাজ আদায় করার নিয়ত করছি, মুখ করে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার।"

🔹 নিয়ত (আরবিতে):
"نَوَيْتُ أَنْ أُصَلِّيَ رَكْعَتَيْنِ قِيَامَ اللَّيْلِ لِلَّهِ تَعَالَى، اَللَّهُ أَكْبَرُ"

কিয়ামুল লাইল নামাজ মূলত তাহাজ্জুদ নামাজের আরেক নাম, যা রাতের শেষ অংশে আদায় করা হয়। এটি নফল ইবাদত হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ।

আশা করি, এটি আপনার জন্য সহায়ক হবে। 


No comments

Powered by Blogger.