Responsive Ads - 2

চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা || চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা Class 10

চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা - আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে যে প্রতিবেদন রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হল চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা। আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা চন্দ্রযান থ্রি বা চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ক্লাস ১০ এর চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা নিয়ে সকল ইনফরমেশন শেয়ার করব।

আরও পড়ুন - আমাদের জীবনে পরিবেশের ভূমিকা রচনা ??

আপনারা অনেকে জানেন যে প্রতিবেদন রচনা গুলি সকল ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ক্লাস ১০ (মাধ্যমিক) এর ছাত্রছাত্রী তাদের জন্য। এবং চন্দ্রযানের সাফল্য ভারতের জন্য একটি গর্বের বিষয় তাই এই ধরনের প্রতিবেদন রচনা গুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। তাই এই রচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।


চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা
চন্দ্রযান ৩

চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা

প্রতিবেদন রচনা গুলি মাধ্যমিক পরীক্ষায় সাধারণত দেড়শো শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে। তাই এই চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা টি আমি দেড়শো শব্দের আশেপাশে রাখার চেষ্টা করেছি।  চলুন  দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন রচনা টি।


[ চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান - ৩ ]


নিজস্ব সংবাদদাতা, শ্রীহরিকোটা, ১৪ জুলাইঃ-  ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) তরফ থেকে  লঞ্চ করা হয় চন্দ্রযান - ৩ অভিযানটি।  ১৪ জুলাই শুক্রবার দুপুরে ঠিক ২ টো বেজে ৩৫ মিনিটের দিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এলভিএম ৩ [LVM3] নামক একটি রকেটে করে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান থ্রি কে পাঠানো হয়।

এটি ভারতের তরফ থেকে পাঠানো তৃতীয় চন্দ্রযান। যেটি পাঠাতে প্রায় ৬৫০ কোটি টাকার মতো খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত চাঁদে তিনটি দেশ - আমেরিকা, চীন ও রাশিয়া চাঁদে সফলভাবে সফট ল্যান্ডিং করতে পেরেছে। তাই এসব দেশের মত ভারত ও চাঁদে সফট ল্যান্ডিং করার জন্য চাঁদের উদ্দেশ্য রওনা দেয়।  ও ২০২৩ সালের ২৩ আগস্ট তারিখে,ভারতের তরফ থেকে পাঠানো চন্দ্রযান থ্রি অভিযানটি সফল হয়। আর দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। যেখানে ভারতের আগে অন্য কোন দেশ দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি। এই চন্দ্রযান ৩ আমাদের প্রত্যেক ভারতবাসির জন্য গর্বের। যে আমাদের মাহাকাশ গবেষণা আজ চাঁদে গিয়ে গবেষণা করতে সক্ষম হয়েছে।



এর পাশাপাশি, চন্দ্রযান ৩ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিচে উল্লেখ করে দেওয়া হল। এগুলি আপনি জেনে রাখতে পারেন আপনার নলেজের জন্য।


চন্দ্রযান ৩ এর নেতৃত্বে কে ছিলেন?

চন্দ্রযান ৩ এর নেতৃত্ব দিয়েছেন - ডঃ রিতু করিধাল শ্রীবাস্তব। যিনি ইসরোর একজন মহিলা বিজ্ঞানী এবং যাকে আমরা অনেকে রকেট মহিলা নামেও জানি। এই মহিলা বিজ্ঞানীর জন্ম আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে হয়েছিল।

ভারতের প্রথম চন্দ্রযান এর নাম কি?

ভারতের প্রথম চন্দ্রযানের নাম হল  চন্দ্রযান - ১ । এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দ্বারা ২০০৮ সালের ২২ অক্টোবর তারিখে পাঠানো হয়।

ইসরোর বর্তমান চেয়ারম্যান কে?

বর্তমান সময়ে ইসরোর চেয়ারম্যান হলেন - এস সোমনাথ। এবং তিনি ২০২২ সালের ১৫ জানুয়ারি তারিখ থেকে ইসরোর চেয়ারম্যান পদে আছেন।

উপসংহার

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা টি সম্পর্কে সকল তথ্য তুলে ধরলাম। এবং আপনি যদি অন্য কোন টপিকের উপর প্রতিবেদন রচনা চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এবং আজকের এই প্রতিবেদন টি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাকে জানান। ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3