Responsive Ads - 2

প্রবন্ধ রচনা চন্দ্রযান ৩ || চন্দ্রযান ৩ রচনা class 10

প্রবন্ধ রচনা চন্দ্রযান ৩ - আজকের এই পোস্টে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল চন্দ্রযান ৩ রচনা। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই ধরনের রচনা গুলি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন - চন্দ্রযান ৩ প্রতিবেদন রচনা class 10

আপনাদের মধ্যে অনেকে বিশেষ করে মাধ্যমিক বা ক্লাস টেনের (Class 10) এর ছাত্র-ছাত্রীরা চন্দ্রযান ৩ রচনা সম্পর্কে জানতে চেয়েছেন? এছারাও অনেকে গুগলে গিয়ে "প্রবন্ধ রচনা চন্দ্রযান ৩" এটা লিখে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের সকলের সুবিধার জন্য প্রবন্ধ রচনা চন্দ্রযান 3 নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

চন্দ্রযান ৩ রচনা class 10


প্রবন্ধ রচনা চন্দ্রযান ৩ - চন্দ্রযান ৩ রচনা class 10

ক্লাস টেন বা মাধ্যমিক পরীক্ষার রচনা গুলির মান ১০ নম্বর থাকে। এবং এই রচনা গুলি ৪০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে তাই আজকের রচনা টি আমি কমবেশি ৪০০ শব্দের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি।


প্রবন্ধ রচনা চন্দ্রযান ৩

ভুমিকা: - চন্দ্রযান-৩ এই অভিযানটি, ২০২৩ সালের ১৪ জুলাই তারিখে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ঠিক দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটের দিকে চন্দ্রযান-৩ এই অভিযানটি কে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়। যার উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা এবং চাঁদের মাটি ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা।

অভিযানের প্রধান উদ্দেশ্যঃ

চন্দ্রযান ৩ এর প্রধান উদ্দেশ্য হল চাঁদের মাটিতে সফল ভাবে সফট ল্যান্ডিং করা। বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরুতে। এবং চাঁদ সম্পর্কে বিভিন্ন গবেষণা করা । চাঁদের মাটি ও জল সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। চাঁদের গঠন আরো ভালোভাবে বোঝার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা। ইত্যাদি হল এই চন্দ্রযান তিন এর প্রদান উদ্দেশ্য। এবং এই মহাকাশ যানের ভিতরে বিক্রম নামের একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামে একটি রোভর রয়েছে।

এছাড়াও, বিজ্ঞানীরা জানিয়েছেন যে চাঁদের দক্ষিণ মেরুতে বেশিরভাগ অংশই চির অন্ধকারছন্ন। তাই ওই স্থানে তাপমাত্রার পরিমাণ অনেকটা কম। এবং বিজ্ঞানীদের ধারণা যে এই অংশে বরফের অস্তিত্ব পাওয়া যেতে পারে। এছাড়াও চাঁদের দক্ষিণ অংশে প্রচুর খনিজ পদার্থ ও তেজস্ক্রিয় মৌলের ভান্ডার থাকার সম্ভাবনা থাকতে পারে। এই সব কারণে বিজ্ঞানীরা দক্ষিণ মেরুতে চন্দ্রেযান - ৩ কে ল্যান্ড করাতে চাইছেন।

চন্দ্রযানের সফলতাঃ

চাঁদে এখনো পর্যন্ত তিনটি দেশ রাশিয়া, চিন, এবং আমেরিকা সফলভাবে চাঁদের পৃষ্ঠে পৌঁছাতে পেরেছে। এর আগে ভারতের তরফ থেকে দুটি চন্দ্র অভিযান লঞ্চ করা হয়েছিল। এবং চন্দ্র অভিযান দুটি অসফল হয়েছিল। প্রথম চন্দ্র অভিযানটি ২০০৮ সালের ২২ অক্টোবর তারিখে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এবং দ্বিতীয় চন্দ্র অভিযানটি ২০১৯ সালের ২২ শে জুলাই তারিখে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এবং এইবার ২০২৩ সালের ১৪ ই জুলাই তারিখে উৎক্ষেপণ করা চন্দ্রযান তিন অভিযানটি ২৩ আগস্ট তারিখে সন্ধ্যা ৬ টা বেজে ৩ মিনিটের দিকে ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে ল্যান্ড করে। এবং এইবার ভারতের চন্দ্রযান - ৩ অভিযান টি সফল হয়। ও চাঁদের পৃষ্ঠে সফলভাবে সফট ল্যান্ডিং করে চতুর্থ দেশের তালিকায় নাম অর্জন করে। ও চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করা দেশের তালিকায় প্রথম নাম অর্জন করেন। এবং বিশ্বের অন্য কোন দেশ এর আগে যাদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করতে পারেনি। যা ভারতের মহাকাশ বিজ্ঞানীদের কাছে এক বিরাট সাফল্য।

উৎক্ষেপন যান ও খরচ -

চন্দ্রযান -৩ উৎক্ষেপণের জন্য এল.ভি.এম - ৩ নামক একটি রকেটে ব্যবহার করা হয়। এবং ইসরোর সভাপতি কে সিভান জানান ভারতের এই চন্দ্রযান ৩ অভিযানটিকে চাঁদে পাঠানোর জন্য মোট ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে।

বিজ্ঞানীদের অবদান - চন্দ্রযান তিন এর সাফল্যের পিছনে অনেক বিজ্ঞানীদের অবদান গুরুত্বপূর্ণ যার মধ্যে উল্লেখ্যযোগ্য - ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। মিশন পরিচালক এস মোহন কুমার , প্রকল্প পরিচালক পি. ভিরামুখুভেল এবং ভারতের রকেট উইমেন ঋতু করিধাল প্রমুখ ব্যক্তিগণ।


উপসংহার

ভারতের তরফ থেকে পাঠানো চন্দ্রযান ৩ এর সাফল্য আজ প্রত্যেক ভারতবর্ষের কাছে গর্বের বিষয়। এবং আগামীতে ভারতের মহাকাশ গবেষণা আরও সাফল্য পাবে এমনটাই আসা প্রত্যেক ভারতবাসীর। এই সাফল্যের জন্য ভারত ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। চন্দ্রযান - ৩ এর সাফল্য পাওয়ার পর ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা আরেকটি মহাকাশ যান (গগনযান) তৈরির পরিকল্পনা করছেন।

আশা করি, উপরে দেওয়া চন্দ্রযান ৩ এই প্রবন্ধ রচনাটি আপনার পরীক্ষার জন্য অনেকটা কাজে আসবে। এছাড়াও আপনি যদি অন্য কোন বিষয়ে উপর প্রবন্ধ রচনা সাজেশন চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই সেই বিষয়ে রচনা দেওয়ার চেষ্টা করব।



Next Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3