Responsive Ads - 2

অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা | তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা?

অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা - আজকের এই ব্লগ পোস্টে, আমি ক্লাস 10 এর সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছে একটি প্রতিবেদন রচনা সাজেশন। অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা। এই ধরনের প্রতিবেদন রচনা গুলি মাধ্যমিক পরীক্ষায় বেশি এসে থাকে। অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে এভাবে আসতে পারে।

নিম্নলিখিত বিষয়গুলির উপর ১৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা লেখঃ-

  • অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা?
  • তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা?
  • অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়?




অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা

প্রতি বছরেরে ৫ জুন পুরো পৃথিবী তে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবং ওই দিন আমদের পরেবেশ ও পরিবেশের অন্তর্গত  অরণ্য ও বন -সম্পদ কে রক্ষ্যার জন্য বিভিন্ন কাজ করা হয়।

অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনাটি নিচে দেওয়া হল। অরণ্য সপ্তাহ কাকে বলে? এবং অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? এসব সকল বিষয়ে আমি বিস্তারিত তথ্য নিচে প্রদান করেছি।

[অরণ্য সপ্তাহ পালন]

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ১৮ই জুলাইঃ- প্রতিবছরের মতো এবারও জুলাই মাসের ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পালিত হবে অরণ্য সপ্তাহ উৎসব। এই সপ্তাহব্যাপী উৎসবের মূল উদ্দেশ্য হলো অরণ্যের গুরুত্ব সম্পর্কে এলাকার মানুষদের সচেতন করা। এবং অরণ্য বা বনসম্পদকে সংরক্ষণের জন্য তাদের বিভিন্ন পদক্ষেপ নিতে উৎসাহী করা।

এই উৎসবের প্রথম দিন বৃক্ষরোপণ দিবস হিসেবে পালন করা হয়। এবং এলাকা বাসীদের বিনামূল্যে গাছ দেওয়া হয়। এলাকার বিভিন্ন জায়গায় প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপন করা হয়।  এই অরণ্য সপ্তাহ উৎসবে উপস্থিত ছিলেন এলাকার অনেক মাননীয় ব্যক্তিগণেরা।  বন রক্ষার উদ্দেশ্যে তারা তাদের বক্তব্য প্রদান করেন। এছাড়াও এই অনুষ্ঠানে বাচ্চাদের জন্য বন সম্পর্কিত - আঁকা , কবিতা আবৃতি , ও গান গাওয়া ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অরণ্য আমাদের বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রদান করে। তাও আমরা গাছপালা ও বন কেটে ফেলি।তাই আমরা সবাই মিলে অরণ্য সংরক্ষণে সহযোগিতা করতে পারি। অরণ্য সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব এবং আমরা সবাই মিলে অরণ্য রক্ষার উদ্দেশ্যে সচেতন হলে কিছুদিনের মধ্যেই আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব।

>> উপরে অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আজকের এই রচনাটি আমি কম-বেশি ১৫০ শব্দের মধ্যে রাখার চেষ্টা করেছি।  এছাড়াও নিচে অরণ্য সপ্তাহ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে তুলে ধরলাম যা আপনার জানা দরকার।

অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়

এমনিতে অরণ্য সপ্তাহ পালন করার নির্দিষ্ট কোন দিন নেই। এলাকাবাসী, বিদ্যালয়, বা কোন সংঘঠনের তরফ থেকে যে কোন সময় এই অরণ্য সপ্তাহ অনুষ্ঠান পালন করা যেতে পারে। তবে ৫ জুন পুরো পৃথিবী তে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবং এই অনুষ্ঠান একসপ্তাহ ব্যাপি হয়ে থাকে। এবং এই অনুষ্ঠানে পরিবেশ ও গাছপালা রক্ষা করার জন্য বিভন্ন পদক্ষেপ নেওয়া হয়।

অরণ্য সপ্তাহ কাকে বলে

অরণ্য সপ্তাহ হল অরণ্য সংরক্ষণের উদ্দেশ্যে পালন করা একটি সপ্তাহব্যাপী উৎসব। এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ, অরণ্যের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে জানানো, ইত্যাদি কর্মসূচি গুলি পালন করা হয়।

অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন

অরণ্য সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হলো এলাকা বাসীদের অরণ্যের গুরুত্ব সম্পর্কে জানানো। ও অরণ্য বা বনসম্পদকে রক্ষার জন্য তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করা।

অরণ্য আমাদের বিভিন্নভাবে সাহায্য করে - অক্সিজেন দেয়, ওষুধ , জ্বালানি , বৃষ্টিপাত হতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষভাবে সাহায্য করে। তাও আমরা গাছপালা কেটে বন জঙ্গলকে ধ্বংস করে ফেলছি।

অরণ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তাই এলাকার সবাই অরণ্য বা বনসম্পদকে রক্ষার জন্য এগিয়ে আসে তাহলে কিছুদিনের মধ্যেই আমরা একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। যা একজনের দ্বারা কখনোই সম্ভব হত না।

উপসংহার

আজকের এই লেখাটি তে  অরণ্য সপ্তাহ পালন প্রতিবেদন রচনা নিয়ে সকল ইনফরমেশন শেয়ার করলাম। এবং আপনি যদি অন্য কোন নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন রচনা চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেই বিষয়ে প্রতিবেদন রচনা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3