Bally to Chandannagar Station Name | বালি থেকে চন্দননগর স্টেশনের নাম
Bally to Chandannagar Station Name - বালি থেকে চন্দননগর এই লাইনে রেলপথের মাধ্যমে অনেক যাত্রীরা যাতায়াত করে থাকে। এবং বালি হচ্ছে হাওড়া জেলার মধ্যে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এছাড়াও চন্দননগর পশ্চিমবঙ্গের বহু প্রাচীন একটি স্টেশন এবং এই চন্দননগর জগদ্ধাত্রী পূজার জন্য বিখ্যাত। তাই বহু মানুষ জগদ্ধাত্রী পূজার সময় ঠাকুর দেখতে চন্দননগর গিয়ে থাকে। পুজার টাইমে এই লাইনের ট্রেন গুলিতে বিশাল ভিড় থাকে।
আরও পড়ুন - Sealdah to Budge Budge Station List | শিয়ালদহ থেকে বজবজ স্টেশনের তালিকা
Sealdah to Baruipur Station Name | শিয়ালদহ থেকে বারুইপুর স্টেশনের নাম
sealdah to sonarpur station name | শিয়ালদহ থেকে সোনারপুর স্টেশনের নাম
বালি থেকে চন্দননগর এই দুই স্টেশনের মধ্যে প্রতিদিন বহু যাত্রীরা ট্রেনে যাতায়াত করে থাকে। সেই সকল যাত্রীদের সহযোগিতার উদ্দেশ্যে আজকের এই ব্লগ পোস্টটি, যেখান থেকে আপনারা Bally to Chandannagar Station Name? সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।
- Bally - বালি
- Uttarpara - উত্তরপাড়া
- Hind Motor - হিন্দমোটর
- Konnagar - কোন্নগর
- Rishra - রিষড়া
- Shrirampur - শ্রীরামপুর
- Seoraphuli Junction - শেওড়াফুলি জংশন
- Baidyabati - বৈদ্যবাটি
- Bhadreshwar -ভদ্রেশ্বর
- Mankundu - মানকুন্ডু
- Chandan Nagar - চন্দননগর > এটাই হচ্ছে আপনার গন্তব্য স্টেশন।