প্রজেক্ট এর ডিজাইন || Project Design || প্রজেক্ট এর প্রথম পাতা ডিজাইন
কথায় আছে, ফাস্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন। ঠিক একই রকম ভাবে আমারা যদি প্রজেক্টের ফ্রন্ট পেজ কে ভালোভাবে ডিজাইন করতে পারি তাহলে সহজেেই আমরা টিচারের দৃষ্টি আকর্ষণ করে প্রজেক্টে ভালো নম্বর পেতে পারি।
![]() |
প্রজেক্ট এর ডিজাইন |
প্রজেক্ট এর ডিজাইন
- প্রজেক্ট এর ফ্রন্ট পেজ বা প্রথম পাতায় অনেক কিছু লিখতে যাবেন না। এতে প্রকল্পের ডিজাইনটি আরো খারাপ দেখাতে পারে। সিম্পল এর মধ্যে যেন পড়তে সুবিধা হয় এমন একটি ডিজাইন রাখুন।
- আপনার প্রজেক্ট বা প্রকল্পটি কোন বিষয়ের সেই অনুযায়ী মিল রেখে বিভিন্ন ছবি বা ডিজাইন ব্যবহার করতে পারেন।
- প্রজেক্ট এর ফ্রন্ট পেজ বা প্রথম পাতার ডিজাইন করার জন্য বিভিন্ন রঙের কালি ব্যবহার করতে পারেন। এতে যে খাতাটি দেখবে সহজেই তার দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।
- প্রজেক্ট এর প্রথম পাতা ডিজাইন করার জন্য সবার প্রথমে আপনার > স্কুলের নাম লিখুন। এরপর শিক্ষার্থীর সকল তথ্য। - নাম , রোল নম্বর , ক্লাস , সেকশন , সাবজেক্ট / প্রকল্পের বিষয় , বছর / Year ইত্যাদি তথ্যগুলি আপনার প্রকল্পের প্রথম পাতায় ব্যবহার করতে পারবেন।
- প্রজেক্ট এর পাতার চারপাশে ১ এক ইঞ্চি পরিমাণ এর মত ফাঁকা জায়গা রাখবেন।
- অনেকে আবার প্রথম পাতায় ৭ থেকে ৮ রকমের কালার পেন ব্যবহার করে থাকেন। তাই অত্যাধিক রং ব্যবহারের পরিবর্তে - ৩ থেকে ৪ টি কালারের রং ব্যবহার করুন এতে আপনার ডিজাইনটি আরো ভালো দেখাবে।
![]() |
Project Design |
প্রজেক্ট এর প্রথম পাতা ডিজাইন
এবং আপনি চাইলে অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রজেক্ট এর জন্য একটি সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। আপনি যদি স্মার্ট ফোন দিয়ে প্রজেক্ট এর ডিজাইন তৈরি করতে চান তাহলে CANVA এই অ্যাপ টি ব্যবহার করতে পারেন।
আর কম্পিউটারে MS - Word ও অন্য এর মতো অনেক সফটওয়্যার আছে। যার দ্বারা আপনি সহজে ভালো ভালো প্রজেক্ট এর ডিজাইন তৈরি করতে পারবেন।
প্রজেক্ট এর ডিজাইন সুন্দর সুন্দর | প্রজেক্ট এর ডিজাইন ভালো ভালো
উপরে দেওয়া এই টিপসগুলি ফলো করে আপনি আপনার প্রজেক্ট এর ডিজাইন টাকে আরো সুন্দর করে তুলতে পারবেন। এবং এই টিপসগুলি মাথায় রেখে আপনি আপনার প্রজেক্ট এর জন্য আরো ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন।
উপসংহারঃ
উপরে দেওয়া স্টেপ গুলি অনুসরন করে আপনি আপনার প্রজেক্ট এর জন্য একটি সেরা ডিজাইন তৈরি করতে পারবেন। তবে মনে রাখবেন ডিজাইনটা নির্ভর করে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর। কিন্তু এই পোস্টে একটি সুন্দর প্রজেক্ট এর ডিজাইন কেমন হওয়া উচিত তা সম্পর্কে সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। ধন্যবাদ।