Responsive Ads - 2

Chakdaha to Sealdah Train Time | চাকদহ থেকে শিয়ালদহ ট্রেন টাইম

আপনাদের মধ্যে অনেকে Chakdaha to Sealdah Train Time সম্পর্কে জানতে চেয়েছেন? তাই আজকের এই পোস্টে, চাকদহ থেকে শিয়ালদহ ট্রেন টাইম নিয়ে সকল তথ্য শেয়ার করা হবে।

Chakdaha to Sealdah Train Time Table

চাকদহ থেকে শিয়ালদহ যাতায়াতের জন্য বেশিরভাগ যাত্রীরা ট্রেনের মাধ্যমে চলাচল পছন্দ করে থাকে। কেননা ট্রেনে চাকদহ থেকে শিয়ালদহ যাওয়ার জন্য আপনাকে আর মাঝ পথে গাড়ি পরিবর্তন করতে হয় না। সরাসরি এক ট্রেনে শিয়ালদহ পৌঁছানো সম্ভব হয়। তাই এই রুটে চলাচল কারি সকল ট্রেনযাত্রীদের সুবিধার জন্য চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনের সময় নিয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। 

> শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ট্রেনের সময়সূচী?

বনগাঁ থেকে রানাঘাট ট্রেনের সময়?

> শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার ট্রেনের সময়সূচী?

Chakdaha to Sealdah Train Time - (চাকদহ থেকে শিয়ালদহ ট্রেন টাইম)

চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনে যাওয়ার জন্য বর্তমান সময়ে অনেক কয়টি ট্রেন চলাচল করছে। তাই আপনারা সহজেই এই রুটে লোকাল ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। এবং নিচে Chakdaha to Sealdah Train Time  উল্লেখ করা হল একনজরে দেখে নিন।

  • প্রথম ট্রেন: রাত 2:32 মিনিটে।
  • ভোর 4:02 মিনিটে।
  • ভোর 4:31 মিনিটে।
  • ভোর 4:31 মিনিটে।
  • সকাল 4:51 মিনিটে।
  • সকাল 5:08 মিনিটে।
  • সকাল 5:25 মিনিটে।
  • সকাল 5:44 মিনিটে।
  • সকাল 6:05 মিনিটে।
  • সকাল 6:16 মিনিটে।
  • সকাল 6:31 মিনিটে।
  • সকাল 6:50 মিনিটে।
  • সকাল 7:31 মিনিটে।
  • সকাল 7:41 মিনিটে।
  • সকাল 7:57 মিনিটে। > (মাতৃভূমি লেডিস স্পেশাল) এই ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন চলে।
  • সকাল 8:08 মিনিটে।
  • সকাল 8:15 মিনিটে। 
  • সকাল 8:24 মিনিটে।
  • সকাল 8:46 মিনিটে।
  • সকাল 9:13 মিনিটে।
  • সকাল 9:22 মিনিটে। > (মাতৃভূমি লেডিস স্পেশাল) এই ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন চলে।
  • সকাল 9:41 মিনিটে।
  • সকাল 9:50 মিনিটে।
  • সকাল 10:23 মিনিটে।
  • সকাল 10:34 মিনিটে।
  • সকাল 10:45 মিনিটে।
  • সকাল 11:14 মিনিটে।
  • সকাল 11:45 মিনিটে।
  • দুপুর 12:08 মিনিটে।
  • দুপুর 12:49 মিনিটে।
  • দুপুর 1:01 মিনিটে।
  • দুপুর 1:28 মিনিটে।
  • দুপুর 1:57 মিনিটে।
  • দুপুর 2:34 মিনিটে।
  • দুপুর 2:56 মিনিটে।
  • দুপুর 3:06 মিনিটে।
  • দুপুর 3:16 মিনিটে।
  • বিকেল 4:03 মিনিটে।
  • বিকেল 4:34 মিনিটে।
  • বিকেল 4:40 মিনিটে।
  • বিকেল 5:02 মিনিটে।
  • বিকেল 5:39 মিনিটে।
  • বিকেল 5:49 মিনিটে।
  • সন্ধ্যা  6:30 মিনিটে।
  • সন্ধ্যা  6:53 মিনিটে।
  • রাত 7:09 মিনিটে।
  • রাত 7:22 মিনিটে।
  • রাত 7:36 মিনিটে।
  • রাত 8:08 মিনিটে।
  • রাত 8:19 মিনিটে।  > এই ট্রেনটি রবিবার বাদে সব দিন চলে।
  • রাত 8:31 মিনিটে।
  • রাত 8:46 মিনিটে। > এই ট্রেনটি রবিবার বাদে সব দিন চলে।
  • রাত 8:55 মিনিটে।
  • রাত 9:18 মিনিটে।
  • রাত 9:36 মিনিটে।
  • রাত 9:48 মিনিটে।
  • রাত 9:56 মিনিটে।
  • রাত 10:10 মিনিটে।
  • রাত 10:28 মিনিটে।
  • রাত 11:04 মিনিটে।
  • রাত 11:24 মিনিটে।

উপরে আপনাদের সাথে চাকদহ থেকে শিয়ালদহ যাওয়ার জন্য যতগুলি ট্রেন রয়েছে তাদের টাইম আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই ট্রেন গুলির মধ্যে বেশিরভাগ ট্রেনই প্রতিদিন এই লাইন দিয়ে চলাচল করে থাকে। 

তবে মনে রাখবেন,

লাইনের সমস্যা বা ওয়েদার খারাপ থাকার কারনে ট্রেনের সময়সূচীর পরিবর্তন হতে পারে। তাই আপনারা একদম বর্তমান সময়ের ট্রেনের টাইম জানার জন্য - হোয়ার ইজ মাই ট্রেন - এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। ট্রেনের টাইম দেখার জন্য এই অ্যাপটি খুবই জনপ্রিয় এবং প্রচুর লোকজন এই অ্যাপটি ব্যবহার করে থাকে।

এছারাও উপরে দেওয়া ট্রেনের টাইমগুলি হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপ থেকে নেওয়া হয়েছে। এবং আপনাদের সকলের সুবিধার জন্য, চাকদহ টু শিয়ালদহ ট্রেন রিলেটেড আরও কিছু তথ্য দেওয়া হল যা আপনার কাজে আসতে পারে।

  • চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনের ভাড়া মাত্র - 15 টাকা।
  • চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনে দূরত্ব - 61 কিলমিটার।
  • চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনে যেতে সময় লাগবে কমবেশি - 1 ঘণ্টা 50 মিনিটের মতো।

Chakdaha to Sealdah Station Name - (চাকদহ টু শিয়ালদহ স্টেশনের নাম)

চাকদহ থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত ট্রেনে যেতে যে স্টেশনগুলি পড়বে তাদের নাম পরপর আপনাদের সাথে শেয়ার করা হলো।

  1. চাকদহ -- (Chakdaha)
  2. পালপাড়া -- (Palpara)
  3. শিমুরালি -- (Simurali)
  4. মদনপুর -- (Madanpur)
  5. কল্যাণী -- (Kalyani)
  6. কাঁচরাপাড়া -- (Kanchrapara)
  7. হালিসহর -- (Halisahar)
  8. নৈহাটি জংশন -- (Naihati Junction)
  9. কাঁকিনাড়া -- (Kankinara)
  10. জগদ্দল -- (Jagaddal)
  11. শ্যামনগর -- (Shyamnagar)
  12. ইছাপুর -- (Ichhapur)
  13. পলতা -- (Palta)
  14. ব্যারাকপুর -- (Barrackpore)
  15. টিটাগড় -- (Titagarh)
  16. খড়দহ -- (Khardaha)
  17. সোদপুর -- (Sodpur)
  18. আগরপাড়া -- (Agarpara)
  19. বেলঘড়িয়া -- (Belgharia)
  20. দমদম জংশন -- (Dum Dum Junction)
  21. বিধান নগর রোড -- (Bidhan Nagar Road)
  22. শিয়ালদহ -- (Sealdah)
চাকদহ থেকে শিয়ালদহ ট্রেনে যেতে এই ২২ টি স্টেশন পড়বে। যার নাম পর পর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশাকরি, উপরে দেওয়া এই স্টেশনের নামগুলি আপনাদের এই রুটে ট্রেনে যাত্রা করার সময় কিছুটা হলেও কাজে আসবে।

উপসংহার

আজকের এই blog পোস্টে আপনাদের সাথে Chakdaha to Sealdah Train Time সম্পর্কে তথ্য শেয়ার করা হল।  এছাড়াও, আপনি যদি অন্য কোন ট্রেনের টাইম সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেই বিষয়ে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3