বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী ভাড়া? ও ট্রেন টাইম - 2024

আপনি কি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী ভাড়া? সম্পর্কে জানতে চাইছেন। তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য, যেখানে আমি আপনাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী এর ভাড়া সহ ফুল ইনফরমেশন শেয়ার করবো।


এই লেখাটিতে শেয়ার করা হয়েছে -
  • বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী সম্পর্কিত সকল তথ্য।
  • বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী ভাড়া।
  • Vande Bharat Express হাওড়া থেকে পুরী ট্রেন টাইম।
  • বন্দে ভারত এক্সপ্রেস এর গতি।
বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী - ভাড়া?
বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী

বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী

বন্দে ভারত এক্সপ্রেস [Vande Bharat Express] হল ভারতের তৈরি করা প্রথম বুলেট ট্রেন। এবং এই ট্রেনটি অন্যান্য ট্রেনের তুলনায় অনেক দ্রুতগতি সম্পন্ন। এবং এই ট্রেন এর দ্বারা অনেক দূরে যাত্রা ও কয়েক ঘন্টা সম্পূর্ণ করতে পারবেন। বেশ কয়েকদিন আগে 2023 সালের 18 May থেকে এই ট্রেনটি চালু করা হয়।

কিছু রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী - বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৭৮ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার।


বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী কোথায় দাঁড়াবে

এই ট্রেনটির গতি অন্য ট্রেনের তুলনায় অনেক বেশি হওয়ায় আপনি সহজেই আপনার গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবেন।এছাড়াও এই ট্রেনে রয়েছে বিভিন্ন প্রকার ভেজ ও ননভেজ খাবারের ব্যবস্থা।

এই ট্রেনটি হাওড়া থেকে পুরী চলার পথে যে সকল স্টেশনে দাঁড়াবে তার নাম উল্লেখ করা হলো - খড়্গপুরে, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা স্টেশন এইসব সকল স্টেশনে ট্রেনটি ২ মিনিট করে দাঁড়াবে।

ট্রেনের নামঃ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী

ট্রেনের নম্বর - 22895

বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী ভাড়া

বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী ভাড়া বা টিকিটের মূল্য নিচে দেওয়া হলঃ 

ট্রেনের ভাড়াঃ  হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটিতে সাধারণত দুটি শ্রেণি রয়েছে। যার মধ্যে একটি (১) সাধারণ শ্রেণি এবং অপরটি  (২) এগজিকিউটিভ শ্রেণি  দুটি শ্রেণীর টিকিটের মূল্য ভিন্ন রকমের।


  • সাধারণ শ্রেণী বা / চেয়ারকারের টিকিটের মূল্য - ১,২৬৫ টাকা।
  • এগজিকিউটিভ শ্রেণির টিকিটের মূল্য - ২,৪২০ টাকা।

যাতায়াতের সময়বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটির হাওড়া থেকে পুরী যেতে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ৩০ মিনিটের মতো সময় লাগবে। এবং দুই স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় ৫০২  কিলোমিটার। 

বন্দে ভারত এক্সপ্রেস এর গতি -  বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটির গড় গতিবেগ প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার। এবং এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।




শিয়ালদহ থেকে হাসনাবাদ ট্রেনের সময়

বন্দে ভারত এক্সপ্রেস সময়সূচী | হাওড়া থেকে পুরী ট্রেন টাইম

বন্দে ভারত এক্সপ্রেস সময়সূচী বা Vande Bharat Express হাওড়া থেকে পুরী ট্রেন টাইম - এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলে। বৃহস্পতিবার বাদে এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে ডেইলি চলাচল করে।

  • ট্রেনটি সকাল ৬ টা ১০ মিনিটের দিকে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছাড়বে। এবং ট্রেনটি পুরীতে পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিটের দিকে। অতএব, আপনার যাত্রা টি সম্পূর্ণ করতে প্রায় সাড়ে 6 ঘণ্টার মতো সময় লাগছে।
  • এবং পুরি থেকে আবার ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে এবং হাওড়া পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটের দিকে। এবং ট্রেন যাত্রা টি সম্পূর্ণ করতে আপনার কমবেশি সাড়ে ৬ ঘণ্টার মতো সময় লাগবে।

হাওড়া থেকে পুরী বন্দে ভারত ট্রেনটি ২০২৩ সালের ১৮ ই মে তারিখ ভারত সরকারের তরফ থেকে উদ্বোধন করা হয় এবং ২০ মে থেকে ট্রেনটি চলাচল শুরু করে। এবং এই ট্রেনটি সম্পূর্ণ এসি।

পশ্চিমবঙ্গের  বন্দে ভারত এক্সপ্রেস

পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। এবং এই বন্দে ভারত ট্রেন হচ্ছে ভারতের তৈরি করা বুলেট ট্রেন। এবং সাধারণ ট্রেনের তুলনায় এর গতি অনেকটা বেশি।

বর্তমান ২০২৩ সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে পুরী (২০২৩ সালের ১৮ মে উদ্বোধন করা হয়) ও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (২০২২ সালের ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়।) এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ও   হাওড়া থেকে রাঁচি এবং হাওড়া থেকে পাটনা  এই বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ এর মধ্য দিয়ে চলাচল করছে।

উপসংহার

আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী এর ভাড়া, ট্রেনের টাইম, গতিবেগ সহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ডিটেলসে আলোচনা করলাম। এবং আশা করি, এই পোষ্টের মাধ্যমে ট্রেনের ভাড়া ও যাবতীয় তথ্য সম্পর্কে আপনাকে জানাতে পারলাম। এবং আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার ভ্রমণ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।



Post a Comment

1 Comments