সাকার ফিস কি খাওয়া যায় | সাকার ফিস খাওয়া যায় কিনা জেনে নিন
সাকার ফিস কি খাওয়া যায় - আজকের এই পোস্ট থেকে আমরা জেনে নিবো সাকার ফিস খাওয়া যায় কিনা এই বিষয় সম্পর্কে।
সাকার ফিস শেওলা ও অন্যান্য আবর্জনা খেয়ে থাকে যার ফলে জল পরিস্কার থাকে। তবে এই মাছ খাওয়া যাবে কিনা এই বিষয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসে, তাই আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সাকার ফিস কি খাওয়া যায়
সাধারণত, সাকার ফিস (Sucker Fish) খাওয়া যায় না। বা বলতে পারেন খাওয়ার জন্য উপযুক্ত না।তবে কিছু জাতের সাকার ফিশ খাওয়া গেলেও এই মাছের স্বাদ তেমন একটা ভালো নয়। এবং কিছু ক্ষেত্রে এর শরীরে টক্সিন থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সাকার ফিশ না খাওয়াই ভালো।