সৌদি আরবের বিমান বন্দর কয়টি | সৌদি আরবে কয়টি বিমান বন্দর আছে জেনে নিন
আজকের এই পোস্টে, সৌদি আরবের বিমান বন্দর কয়টি? এই বিষয়ে আলোচনা করা হবে।
২) কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা)।
৩) প্রিন্স মুহাম্মদ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (মদিনা)।
৪) কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর (দাম্মাম)।
৫) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর (আবহা শহরে অবস্থিত)।
সৌদি আরব হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি। এই দেশের নাম তো আমরা সবাই শুনেছি। তবে বাংলাদেশ বা এর পার্শ্ববর্তী যে কোন দেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফ্লাইটে বা বিমানে করে যেতে হবে। তাই চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের বিমান বন্দর কয়টি এই বিষয় সম্পর্কে।
সৌদি আরবের বিমান বন্দর কয়টি
উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী - সৌদি আরবে মোট 29টি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে। এবং 13টি আন্তর্জাতিক বিমানবন্দর, ও 2টি আঞ্চলিক বিমানবন্দর এবং 14টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।সৌদি আরবের প্রধান বিমানবন্দর:
১) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (রিয়াদে অবস্থিত)।২) কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (জেদ্দা)।
৩) প্রিন্স মুহাম্মদ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (মদিনা)।
৪) কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর (দাম্মাম)।
৫) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর (আবহা শহরে অবস্থিত)।
সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দর
এছারাও এখানে সৌদি আরবের অন্যান্য আরও উল্লেখযোগ্য কয়েকটি বিমানবন্দরের নাম শেয়ার করা হল।- তাবুক আঞ্চলিক বিমানবন্দর।
- ইয়ানবু বিমানবন্দর।
- আল-উলা বিমানবন্দর।
- হাজিল বিমানবন্দর।
- নাজরান বিমানবন্দর।
- আল কাসিম বিমানবন্দর।