বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় ২০২৫
আজকের এই পোস্টে আমরা জানবো বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় এই বিষয় সম্পর্কে। তাই আপনারা যারা বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় ২০২৫ এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী তারা এই পোস্টটি পড়ুন।
বিদেশে বা দূরবর্তী যেকোনো স্থান বা দেশে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হল বিমান। এবং বিমানে ভ্রমণের আগে একটি কথা আমাদের মাথায় আসে যে, – বিমানে কত কেজি মাল নেওয়া যাবে?আপনিও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় ২০২৫ এই সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।
বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায়
বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় 2025 এই বিষয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা সবাই দেখে নিন।চেক-ইন ব্যাগেজ (Checked Baggage)
বিমানবন্দরে আমরা যে বড় ব্যাগটি চেক-ইন করার সময় এয়ারলাইন্সের কাছে জমা দেই সেই ব্যাগটিকে চেক-ইন ব্যাগেজ বা হোল্ড লাগেজ বলা হয়। এবং- চেক-ইন ব্যাগেজে আপনি সাধারণত ৩০ কেজি মাল বহন করতে পারবেন।
তবে কিছু এয়ারলাইন আছে যারা যাত্রীদের এর থেকে বেশি পরিমান মাল বহন করার অনুমতি দিয়ে থাকে। তাই টিকিট কাটার সময় ভালোভাবে দেখে নেবেন আপনি বিমানে কত কেজি মাল বহন করতে পারবেন এই বিষয় সম্পর্কে। অথবা আপনার টিকিটের মধ্যে দেখুন মাল বহন সম্পর্কে উল্লেখ আছে কিনা।
কেবিন ব্যাগেজ বা হ্যান্ড ব্যাগেজ
বিমানের ভিতরে আমরা যে ছোট ব্যাগটি নিজের সাথে রাখতে পারি তাকে হ্যান্ড ব্যাগেজ (Carry-on বা Cabin Baggage) বলা হয়ে থাকে। এবং- বিমানে কেবিন ব্যাগেজ বা হ্যান্ড ব্যাগেজে আপনি সর্বোচ্চ ৭ কেজি মাল বহন করতে পারবেন।
তবে, কেবিন বা হ্যান্ড ব্যাগেজে সাধারণত বেশিরভাগ এয়ারলাইন 7 কেজি মাল বহন করার অনুমতি দিয়ে থাকে। তবে কিছু এয়ারলাইন এর থেকে বেশি মাল বহন করার অনুমতি দিতে পারে। তাই আপনি আপনার বিমানের টিকিটের মধ্যে বা এয়ার লাইনের ওয়েবসাইটে গিয়ে ভালো মাল বহনের নীতিমালা দেখে নিন।
অতিরিক্ত ব্যাগেজ (Excess Baggage)
আপনার ব্যাগের ওজন যদি এয়ারলাইনের নীতির বেশি হয়ে যায়, তাহলে এর জন্য আপনাকে অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে। তাই আপনারা আগে থেকেই নির্দিষ্ট পরিমান জিনিস আনার চেষ্টা করুন। যাতে করে আপনাকে আর এয়ারপোর্টে সমস্যার সম্মুখীন হতে না হয়।উপসংহার:
আজকের এই পোস্টে আপনারা জানলেন বাংলাদেশ বিমানে কত কেজি মাল নেওয়া যায় এই বিষয় সম্পর্কে। এছারাও আপনারা যদি বিমান সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আমাদের জানাতে পারেন।