Responsive Ads - 2

Sri Krishna Asta Satanam in Bengali Lyrics - 2025

আজকের এই পোস্ট থেকে Sri Krishna Asta Satanam in Bengali Lyrics দেখে নিন। আপনারা যারা শ্রীকৃষ্ণের অষ্টশত নাম এর বাংলা লিরিক্স খুঁজছিলেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে Sri Krishna Asta Satanam in Bengali Lyrics শেয়ার করা হয়েছে।

Sri Krishna Asta Satanam in Bengali Lyrics

Sri Krishna Asta Satanam in Bengali Lyrics

বন্ধুরা, এখানে শ্রী কৃষ্ণের অষ্ট সাতানামের বাংলা লিরিক্স দেওয়া হলো। আপনারা সবাই দেখে নিন -

শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম
শ্রী নরোত্তম দাস বিরচিত - অর্থাৎ এই অষ্টোত্তর শতনামটি শ্রী নরোত্তম দাস ঠাকুর কর্তৃক রচিত। 

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
 কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর।
 জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী।
 শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি।

হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে।
 বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।
 দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে। 
না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে।

কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।
 মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু।
 ফলরূপে পুত্র-কন্যা ডাল ভাঙ্গি পড়ে।
 কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে।।

যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে।
 মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে।
 বসুদেব রাখি এল নন্দের মন্দিরে।
 নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।

শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম - (Sri Krishna Asta Satanam):

  1. শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।
  2. যশোদা রাখিল নাম যাদু বাছাধন।
  3. উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল
  4. ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।
  5. সুবল রাখিল নাম ঠাকুর কানাই।
  6. শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।
  7. ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।
  8. কালোসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।
  9. কুব্জা রাখিল নাম পতিত-পাবন হরি।
  10. চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী।
  11. অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।
  12. কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া।
  13. কণ্বমুনি নাম রাখে দেব-চক্রপাণি।
  14. বনমালী নাম রাখে বনের হরিণী।
  15. গজদন্তী নাম রাখে শ্রীমধুসূদন।
  16. অজামিল নাম রাখে দেব নারায়ণ।
  17. পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।
  18. দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।
  19. সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।
  20. ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।
  21. দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।
  22. পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।
  23. যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।
  24. বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর।
  25. বাসুকী রাখিল নাম দেব-সৃষ্টি-স্থিতি।
  26. ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।
  27. নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।
  28. ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।
  29. সত্যভামা নাম রাখে সত্যের সারথি।
  30. জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি।
  31. বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।
  32. অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার।
  33. ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।
  34. পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি। 
  35. কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।
  36. প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারী।
  37. বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।
  38. বিশ্বাবসু নাম রাখে নব-জলধর।
  39. সম্বর্ত্তক রাখে নাম গোবর্দ্ধনধারী।
  40. প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।
  41. অদিতি রাখিল নাম অরাতি সূদন।
  42. গদাধর নাম রাখে যমল-অর্জুন।
  43. মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।
  44. দয়ার সাগর নাম রাখে দরিদ্র সকল।
  45. বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতী।
  46. বিরজা রাখিল নাম যমুনার পতি।
  47. বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি।
  48. লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।
  49. সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।
  50. পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।
  51.  পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।
  52. নট-নারায়ণ নাম রাখিল সম্বাদি।
  53. হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।
  54. ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।
  55. বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।
  56. চিত্রলেখা নাম রাখে মদন-মোহন।
  57. সুদেবী রাখিল নাম রাস-বিহারী।
  58. ইন্দুমতী নাম রাখে কঞ্জ-লোচন।
  59. চম্পকলতা নাম রাখে ব্রজ-ঈশ্বর।
  60. রঙ্গদেবী নাম রাখে রাসেশ্বরী।
  61. তুলসী রাখিল নাম কৃষ্ণ-প্রেয়সী।
  62. জাহ্নবী রাখিল নাম পতিত-তারিণী।
  63. কালিন্দী রাখিল নাম অঘ-বিনাশিনী।
  64. যোগমায়া নাম রাখে বিষ্ণু-মোহিনী।
  65. পৌর্ণমাসী নাম রাখে ব্রজের ঈশ্বরী।
  66. বিরিঞ্চী রাখিল নাম কমল-লোচন।
  67. মহেশ্বর নাম রাখে দেব মহেশ্বর।
  68. কার্তিকেয় নাম রাখে দেব সেনাপতি।
  69. গণেশ রাখিল নাম বিঘ্ন-বিনাশন।
  70. সূর্যদেব নাম রাখে জ্যোতির্ময় হরি।
  71. চন্দ্রদেব নাম রাখে নক্ষত্র-ঈশ্বর।
  72. পবন রাখিল নাম জগতের প্রাণ।
  73. অগ্নিদেব নাম রাখে যজ্ঞের ঈশ্বর।
  74. বরুণ রাখিল নাম জলের ঈশ্বর।
  75. কুবের রাখিল নাম ধনের ঈশ্বর।
  76. অনন্ত রাখিল নাম বিশ্বের আধার।
  77. গরুড় রাখিল নাম বিষ্ণুর বাহন।
  78. শেষনাগ নাম রাখে শয্যা-সুখ-ধাম।
  79. সুদর্শন নাম রাখে শত্রুর নাশন।
  80. নন্দ রাখিল নাম আনন্দ-সাগর।
  81. উপনন্দ নাম রাখে ব্রজের ভূষণ।
  82. ভদ্র রাখিল নাম পরম দয়ালু।
  83. সুভদ্র রাখিল নাম ভক্তের জীবন।
  84. বলভদ্র নাম রাখে হলধর বীর।
  85. দামোদর নাম রাখে ভক্তের ঠাকুর।
  86. গোবিন্দ রাখিল নাম গোপাল সুন্দর।
  87. মাধব রাখিল নাম রসের সাগর।
  88. মুকুন্দ রাখিল নাম মুক্তিদাতা হরি।
  89. মুরারি রাখিল নাম ত্রিলোকের পতি।
  90. ষীকেশ নাম রাখে ইন্দ্রিয়ের স্বামী।
  91. উপেন্দ্র রাখিল নাম বামন ঠাকুর।
  92. পরশুরাম নাম রাখে ক্ষত্রিয়-নাশন। 
  93. রামচন্দ্র নাম রাখে পতিত-পাবন।
  94. নৃসিংহ রাখিল নাম দৈত্য-বিনাশন।
  95. বরাহ রাখিল নাম পৃথিবী-ঈশ্বর।
  96. বামন রাখিল নাম ত্রিলোক-বিজয়ী।
  97. হয়গ্রীব নাম রাখে জ্ঞানের ঈশ্বর।
  98. মৎস্য রাখিল নাম জীবের জীবন।
  99. কূর্ম রাখিল নাম বিশ্বের আধার।
  100. বুদ্ধদেব নাম রাখে অহিংসার মূর্তি।
  101. কল্কি রাখিল নাম পাপের নাশন।
  102. যোগীন্দ্র রাখিল নাম যোগের ঈশ্বর।
  103. জ্ঞানসিন্ধু নাম রাখে জ্ঞানের সাগর।
  104. প্রেমসিন্ধু নাম রাখে প্রেমের ঠাকুর।
  105. ভক্তবৎসল নাম রাখে ভক্তের জীবন।
  106. করুণাসিন্ধু নাম রাখে দয়ার সাগর।
  107. পতিতপাবন নাম রাখে পাপীর উদ্ধার।
  108. অনন্ত রাখিল নাম অন্ত নাহি যার।

এখানে ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শতনাম শেয়ার করা হয়েছে। এবং এই অষ্টোত্তর শতনাম প্রতিদিন পাঠ করলে বা শুনলে জীবনের অনেক বাধা-বিপত্তি দূর হয়। এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। #Sri Krishna Asta Satanam in Bengali Lyrics 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3