Responsive Ads - 2

বিদ্যালয়ে বৃক্ষরোপন প্রতিবেদন || বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব প্রতিবেদন

আজকের এই লেখা টি তে আমি সকল স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি একটি প্রতিবেদন রচনা সাজেশন > বিদ্যালয়ে বৃক্ষরোপন প্রতিবেদন / বা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব প্রতিবেদন এই ধরনের প্রতিবেদন রচনা গুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে।


বিদ্যালয়ে বৃক্ষরোপন প্রতিবেদন
বিদ্যালয়ে বৃক্ষরোপন

বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রতিবেদন রচনা? এই প্রশ্ন টি আপনার পরীক্ষায় একটু অন্যভাবেও আসতে পারে। নিম্নলিখিত বিষয়গুলির উপর কম বেশি ১৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা লেখ।

  • বিদ্যালয়ে বৃক্ষরোপন প্রতিবেদন?
  • বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব প্রতিবেদন?
  • বিদ্যালয়ে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন?
এইভাবে যদি ঘুরিয়ে প্রশ্নটি আসে তাহলে শুধু এই প্রতিবেদন রচনার হেডিং বা শিরোনাম টি পরিবর্তন করে দিলেই হবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন রচনা টি।

[ বিদ্যালয়ে বৃক্ষরোপন ]

নিজস্ব সংবাদদাতা, চাকদহ, নদীয়া, ৬ জুলাইঃ- বৃক্ষ আমাদের জীবনের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষার্থে ও স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাকদহ হাই স্কুলে ৬ জুলাই পালন করা হয় বৃক্ষরোপণ উৎসব। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি শুরু হয় সকাল 11 টা থেকে এবং যা শেষ হয় বিকেল ৫ টায়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকরা। প্রথমে সবাইকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এবং বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের কিভাবে সঠিক উপায়ে গাছ লাগাতে হয় , গাছে জল দিতে হয় , ও গাছের যত্ন নেওয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের শেখানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রীদের নৃত্য , সংগীত এবং পরিবেশ সংক্রান্ত কবিতা ইত্যাদি বিষয়ে অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।

এবং গাছ আমাদের পরিবেশের জন্য কতটা জরুরী তা জেনেও আমরা গাছপালা কেটে বন-জঙ্গল ধ্বংস করে ফেলি।বিভিন্ন প্রকার ঔষধি গাছ আছে যেগুলি থেকে আমরা অনেক রোগের ওষুধ তৈরি করতে পারি। যেমন, সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়।ইত্যাদি। এছাড়াও গাছ আমাদের অক্সিজেন প্রদান করে। মাটির উর্বরতা  বৃদ্ধিতে ও বৃষ্টিপাত হতে সাহায্য করে। গরমের সময় ছাওয়া প্রদান করে , এছাড়াও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে তাই একটি গাছ কাটা হলে তার পরিবর্তে আমাদের আরো ৫ টি নতুন গাছ রোপন করা উচিত।

এরপর শুরু হয় বৃক্ষরোপণ করা স্কুলের ভিতরে ও স্কুল মাঠের চারপাশে প্রায় ৩০০ র অধিক নতুন চারা গাছ রোপন হয়। এবং অবশেষে, বিদ্যালয় এর তরফ থেকে সবাইকে টিফিন দেওয়া হয়। ও সুন্দরভাবে বৃক্ষরোপণ উৎসবটি শেষ হয়।

Note: প্রতিবেদনে আপনার স্কুলের নাম / বা ইচ্ছামত অন্য নাম ব্যবহার করতে পারেন।


আরও পড়ুনঃ 

অনেকে বৃক্ষরোপন প্রতিবেদন লেখার নিয়ম সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই আপনাদের সুবিধার জন্য বৃক্ষরোপন প্রতিবেদন লেখার লেখার নিয়ম সম্বন্ধে শেয়ার করছি। যার মাধ্যমে আপনি যে কোন প্রতিবেদন রচনা লিখতে পারবেন।

প্রথমে আপনার প্রতিবেদনের বিষয়বস্তু অনুযায়ী একটি হেডিং বা শিরোনাম লিখুন যাতে পাঠকরা পড়তে উৎসাহী হয়।

এরপরে > নিজস্ব সংবাদদাতা, স্থান... , তারিখ : লিখে আপনার প্রতিবেদনের টাইটেল বা ভূমিকা লিখুন। দুই তিন লাইনের মধ্যে আপনার বৃক্ষরোপন প্রতিবেদন মূল তথ্যগুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে পারেন।

এবার আপনার প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি লিখুন। ঘটনাটি > কবে / কখন/ কোথায়/ কেন ঘটে ইত্যাদি জিনিস গুলি তুলে ধরার চেষ্টা করবেন।

প্রতিবেদন লেখার মূল উদ্দেশ্য হলো খবর বা ঘটনাটি ভালোভাবে তুলে ধরা। এখানে নিজের কোন মতামত তুলে ধরবেন না। যেমন আমার মনে হয় বা আমি মনে করি ইত্যাদি জিনিস গুলি।

প্রতিবেদন গুলি সাধারণত আমাদের পরীক্ষায় ১৫০ শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে। তাই প্রতিবেদন রচনাটি খুব বড় না করে দেড়শো শব্দের আশেপাশে লেখাই ভালো।

সবার শেষে, আপনার প্রতিবেদন টি সম্পূর্ণ লেখা হয়ে গেলে একবার পড়ে দেখে নেবেন কোন বানান বা ব্যাকরণ গত ভুল আছে কিনা। এছাড়াও স্পষ্ট ভাষা ব্যবহার করবেন যাতে সকলের বুঝতে সুবিধা হয়। এবং একটি শব্দ বারবার ব্যবহার না করাই ভালো। এই ছিল প্রতিবেদন লেখার কিছু নিয়ম যেটি ফলো করে আপনি যে কোন বিষয়ের উপর প্রতিবেদন রচনা লিখতে পারবেন।

বিদ্যালয়ে বৃক্ষরোপন উৎসব পালিত হয়েছে এ সম্পর্কে প্রতিবেদন রচনা

উপরে দেওয়া বৃক্ষরোপণ বিষয়ক প্রতিবেদন রচনাটি ভালোভাবে পড়ে এর থেকে আইডিয়া নিয়ে আপনি - বিদ্যালয়ে বৃক্ষরোপন উৎসব পালিত হয়েছে এ সম্পর্কে প্রতিবেদন রচনা টি লিখতে পারেন। এবং এই ধরনের প্রতিবেদন রচনা গুলি সকল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রচনা।


শেষ কথাঃ

আজকের এই লেখাটি তে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিদ্যালয়ে বৃক্ষরোপন প্রতিবেদন রচনা নিয়ে।এছারাও আপনি যদি অন্য কোন টপিকের উপর প্রতিবেদন রচনা চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

New Responsive Ads - 3